প্রশ্ন: পর্তুগিজগণ কত সালে গোয়াতে ঘাঁটি স্থাপন করেন?
উ: ১৫১০ সালে।
প্রশ্ন: কার আমলে পর্তুগিজরা এদেশে ব্যবসা- বাণিজ্য করার অনুমতি পায়?
উ: সম্রাট আকবর।
প্রশ্ন: পর্তুগিজরা কত সালে বাংলায় আসে?
উ: ১৫১৬ সালে।
প্রশ্ন: পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আগমন করেন কত সালে?
উ: ১৪৯৮ সালে।
প্রশ্ন: ভারতে আসার জলপথ অবিষ্কারের কৃতিত্ব কাদের?
উ: পর্তুগিজদের।
প্রশ্ন: ভারতের প্রাচীন নাম কী?
উ: জম্মুদ্বীপ।
প্রশ্ন: ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
উ: ১৪৮৭ সালে।
প্রশ্ন: ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে?
উ: পর্তুগিজরা।
প্রশ্ন: পর্তুগিজ নার্বিক ব্যর্থলোমিউ দিয়াজ কত সালে আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণে উত্তমাশা অন্তরীপে পৌছেন?
উ: ১৪৮৭ সালে।
প্রশ্ন: পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা কত সালে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে উপস্থিত হন?
উ: ১৪৯৮ সালে।
প্রশ্ন: পর্তুগিজদের সম্পূর্ণরূপে দমন করেন কে?
উ: সুবাদার শায়েস্তা খান।
প্রশ্ন: হুগলি হতে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?
উ: বাংলার সুবাদার কাশিম খান।
প্রশ্ন: ভাস্কো-দা-গামা কাদের সাহায্যে ভারতে আসেন?
উ: বার্থলেমিউ দিয়াজের প্রদর্শিত পথে আরব নাবিকদের সাহায্যে।
প্রশ্ন: পর্তুগিজগণ প্রথম কত সালে বাংলায় ঘাঁটি স্থাপন করেন?
উ: ১৫১৬ সালে।
ওলন্দাজদের আগমন
প্রশ্ন:ওলন্দাজগণ ১৬০৫ সালে উপমহাদেশের কোথায় ঘাঁটি স্থাপন করেন?
উ: মুসলিপট্টমে (১৬১০ সালে পুলিকটে)।
প্রশ্ন: ওলন্দাজরা কত সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে?
উ: ১৬০২ সালে।
প্রশ্ন:পর্তুগিজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসেন?
উ: ওলন্দাজরা।
প্রশ্ন: বাংলায় ওলন্দাজদের উল্লেখযোগ্য কুঠি ছিল কোনগুলো?
উ: চুচূড়া, বালেশ্বর, কাশিমবাজার এবং বরানগর।
প্রশ্ন: ওলন্দাজরা বিদরের যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় কতো সালে?
উ: ১৭৫৬ সালে।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাণিজ্যের জন্য বাংলায় আসেন?
উ: ১৬০৮ সালে।
প্রশ্ন: ওলন্দাজদের বাণিজ্য কুঠিগুলো কাদের হস্তগত হয়?
উ: ইংরেজদের।
দিনেমারদের আগমন
প্রশ্ন: উপমহাদেশে কারা দিনেমার নামে পরিচিত ছিল?
উ: ডেনমার্কের অধিবাসী।
প্রশ্ন: দিনেমারগণ কত সালে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে?
উ: ১৬১৬ সালে।
প্রশ্ন: দিনেমারগণ কাদের নিকট বাণিজ্য কুঠির বিক্রি করে চলে যায়?
উ: ইংরেজদের নিকট।
ইংরেজদের আগমন
প্রশ্ন: কত সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়?
উ: ১৬০০ সালে।
প্রশ্ন: ইংরেজরা সুরাটে কুঠি নির্মাণের জন্য কোন মুঘল সম্রাটের অনুমতি নেয়?
উ: জাহাঙ্গীরের।
প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?
উ: সুরাটে (১৬০৮ সালে)।
প্রশ্ন: ইংরেজরা কত সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে?
উ: ১৭০০ সালে।
প্রশ্ন: দ্বিতীয়বার এসে কোন ইংরেজ কুঠি স্থাপনের অনুমতি পান?
উ: জজ চার্নক।
প্রশ্ন: ইংরেজগণ কত সালে বালেশ্বরে কুঠি স্থাপন করেন?
উ: ১৬৩৩ সালে এবং হুগলিতে ১৬৫১ সালে।
প্রশ্ন: কীসের উদ্দেশ্য নিয়ে ইংরেজরা প্রথমে উপমহাদেশে আগমন করে?
উ: বাণিজ্য।
প্রশ্ন: রানী প্রথম এলিজাবেথ কোম্পানিকে কত বছরের বাণিজ্য করার সনদ প্রদান করেন?
উ: ১৫ বছর
প্রশ্ন: কোন মুঘল সম্রাট ইরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন?
উ: সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন: ইংরেজরা কত সালে উপমহাদেশে বাণিজ্য কুঠি নির্মাণ করে?
উ: ১৬০৮ সালে (সুরাটে)।
প্রশ্ন: কোন ইংরেজ জাহাঙ্গীরের দরবারে রাষ্ট্রদূত হিসেবে আসেন?
উ: রাজা প্রথম জেমস এর রাষ্ট্রদূত টমাস রো (১৬১৫ সালে)।
প্রশ্ন: কোন হঠকারিতার জন্য ইংরেজগণকে বাংলা ছাড়তে হয়?
উ: মোগলদের দুর্গ আক্রমণ (১৬৮৬ সালে)।
প্রশ্ন: ইংরেজগণ কত সালে মোগলদের কয়েকটি দুর্গ আক্রমণ করে?
উ: ১৬৮৬ সালে।
প্রশ্ন: কার কাছ থেকে ইংরেজরা কলকাতার আশেপাশের ৪৮টি গ্রাম ক্রয়ের অনুমতি পায়?
উ: সম্রাট ফররুখশিয়ার।
প্রশ্ন: বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ইংরেজরা মোগলদের কাছ থেকে কোন কোন জমিদারি ক্রয় করে?
উ: কলকাতা, সুতানটি এবং গোবিন্দপুর।
প্রশ্ন: বার্ষিক কত টাকার বিনিময়ে ইংরেজগণ কিছু জমিদারি ক্রয় করতে সক্ষম হন?
উ: তিন হাজার টাকা।
ফরাসিগণের আগমন
প্রশ্ন: ইউরোপীয়দের মধ্যে কারা সর্বশেষ উপমহাদেশে আগমন করে?
উ: ফরাসিরা।
প্রশ্ন: ফরাসি 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠিত হয় কত সালে?
উ: ১৬৬৪ সালে।
প্রশ্ন: ব্রিটিশ সেনাপতি আয়ারকুট কোন যুদ্ধের মাধ্যমে ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরী দখল করে নেয়?
উ: বন্দীবাসের যুদ্ধে।
প্রশ্ন: বাংলায় ফরাসিদের শ্রেষ্ঠ কুঠি চন্দননগর ইংরেজরা কত সালে দখল করে?
উ: ১৭৫৭ সালে।
প্রশ্ন: ডুপ্লে কত সালে ফরাসিদের প্রধান হয়ে এদেশে আসেন?
উ: ১৭৪১ সালে।
প্রশ্ন: ফরাসিরা কত সালে বাংলায় আসেন?
উ: ১৬৬৮ সালে।
প্রশ্ন: বাংলায় ফরাসিদের উল্লেখযোগ্য কুঠিগুলো কোথায় ছিল?
উ: বালেশ্বর, কাশিমবাজার এবং চন্দননগর।
প্রশ্ন: উপমহাদেশে কোন দুই ভিন্ন জাতি পরস্পর যুদ্ধে লিপ্ত ছিল?
উ: ইংরেজ ও ফরাসি।
প্রশ্ন: ফরাসিরা কত সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উ: ১৬৬৮ সালে।
প্রশ্ন: উপমহাদেশে ইউরোপীয় সাম্রাজ্য স্থাপনের প্রথম চেষ্টা করেছিল কারা?
উ: ফরাসিরা।
প্রশ্ন: ১৬৯০-৯২ সালের মধ্যে ফরাসিরা কোথায় তাদের ফ্যাক্টরি নির্মাণ করে?
উ: চন্দননগর।